Teenager skincare tips

ত্বক নিয়ে চিন্তা কিসের আপনার সব প্রশ্নের জবাব নিয়ে হাজির:



ত্বক এর পরিচর্যা আমরা সবাই করি সে ছোটো হোক কিংবা বড়ো হোক । কিন্তু আমরা কি জানি যে কোন বয়স থেকে আমাদের ত্বকের পরিচর্যা নেওয়া উচিত । অল্প বয়সে বেশি পরিচর্যা নিতে গিয়ে ত্বকের খারাপ হোক এটা আমরা কেউ চাইনা। তাই আজকে আমি নিয়ে এসেছি তরুণীদের জন্য ত্বকের পরিচর্যার কিছু টিপস ।
1. সবার আগে যেটা আমাদের করতে হবে দিনে 2 বেলা ভালো করে স্কিন তাকে face wash দিয়ে পরিষ্কার করতে হবে ।আপনার যদি oily skin হয় তাহলে gel based facewash ব্যবহার করুন আর যদি dry skin হয় তাহলে normal facewash দিয়ে মুখ তা ভালো করে  পরিষ্কার করে নেবেন।
2. Teenager  দের কোনো toner use করার দরকার নেই আপনারা চাইলে একটা Rose water ব্যবহার করতে পারে।
3. তারপর একটা ভালো cream মুখে apply করুন যদি আপনার oily skin হয় তাহলে  aloevera gel সব চাইতে বেশি ভালো আর dry স্কিন দের জন্য যেকোনো ক্রিম ব্যাবহার করলেই হবে।
      ব্যস আর কিছু না প্রতিদিন এই টুকু করলেই যথেষ্ট আর কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কারণ আপনি এখনো teenager।
     বিঃ দ্রঃ মনে রাখবেন হাজার রকম products মাখলে স্কিন ভালো হয়না উল্টে আরো খারাপ হয়ে যায় । অল্প জিনিস মাখুন কিন্তু skincare এর রুটিন টা ভালো করে ফলো করুন তাহলে যথেষ্ট। আর বেশি করে জল পান করুন।ভালো থাকুন সবাইকে ভালো রাখুন।

Comments